জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত আন্তর্জাতিক সমঝোতা ও অঙ্গীকার নিয়ে একটি বিশ্লেষণধর্মী ওয়েবিনারের আয়োজন করে পরিবেশ সচেতন তরুণদের সংগঠন দ্যা ইকো-একটিভিস্ট। দ্যা ইকো-একটিভিস্টের প্রধান সমন্বয়কারী প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোসলেম উদ্দিন মুন্না ও ক্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসেন।
আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০১৫ সালে প্যারিসে যে চুক্তি হয়েছিল, তা প্রকৃত অর্থেই ঐতিহাসিক। কেননা চুক্তিটির আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতা রয়েছে। চুক্তিতে সম্মত দেশগুলো একমত হয় যে চলতি শতকেই তারা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির মাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের চেয়ে দেড় ডিগ্রির বেশি হতে দেবে না। ওই লক্ষ্য অর্জন ছাড়া বিপর্যয় এড়ানোর আর কোনো পথ নেই। বক্তারা কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জলবায়ু বিষয়ক নীতিনির্ধারণে জীবাশ্ম জ্বালানি কোম্পানিদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ, প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি উত্থাপন করেন। এই ভার্চুয়াল আয়োজনের শেষে চট্টগ্রামের তরুণ পরিবেশ কর্মীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।