আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে আজ ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে। এর আগে, গত ১৫ জানুয়ারি ২০২২ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। খসড়া তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এবার চূড়ান্ত ভোটার তালিকায় চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৫ হাজার ৪৬১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯ হাজার ৭৮৭ জন। এই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম বারের মতো আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ভোটার দিবসটি পালনের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্য জনে’। এদিকে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ১০টায় চট্টগ্রামে সার্কিট হাউজ থেকে র্যালি বের করা হবে। এরপর সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
চূড়ান্ত ভোটার তালিকায় পাঁচলাইশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৩৩ জন, চান্দগাঁওয়ে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৬৩ জন, কোতোয়ালীতে ২ লাখ ৩৭ হাজার ৪৪ জন, ডবলমুরিংয়ে ৪ লাখ ২৬ হাজার ৪০৫ জন, পাহাড়তলীতে ২ লাখ ৭২ হাজার ৮২৫ জন, বন্দরে ৩ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, মীরসরাইয়ে ৩ লাখ ৮৯ হাজার ৬৫৮ জন, সীতাকুণ্ডে ৩ লাখ ১৯ হাজার ৮৬১ জন, সন্দ্বীপে ২ লাখ ৩৯ হাজার ৯০৯ জন, ফটিকছড়িতে ৪ লাখ ৪৮ হাজার ২৩৬ জন, হাটহাজারীতে ৩ লাখ ৮৪ হাজার ৯৬৩ জন, রাউজানে ৩ লাখ ৩১ হাজার ৯৪৩ জন, রাঙ্গুনিয়ায় ৩ লাখ ২০ হাজার ৯৩৫ জন, বোয়ালখালীতে ২ লাখ ২২ হাজার ২২৯ জন, পটিয়া উপজেলায় ৩ লাখ ২৭ হাজার ২১২ জন, কর্ণফুলী উপজেলায় ১ লাখ ২৫ হাজার ৯০৫ জন, আনোয়ারা উপজেলায় ২ লাখ ২৮ হাজার ৮৪৬ জন, চন্দনাইশে ২ লাখ ৫৫ হাজার ৪৩ জন, সাতকানিয়া উপজেলায় ৩ লাখ ৫৪ হাজার ২১৮ জন, লোহাগাড়া উপজেলায় ২ লাখ ৩৭ হাজার ১৪৮ জন এবং বাঁশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৮২৩ জন।