চির ঋণী চির কৃতজ্ঞ প্রিয় আজাদী। শিক্ষকতা পেশার সূচনালগ্ন থেকে প্রিয় আজাদী পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আমাকে দারুণভাবে মুগ্ধ করতো। ছোট বেলা থেকে সৃজনশীল লেখার প্রতি আমার প্রবল আগ্রহ ছিল এবং শিক্ষকতা পেশায় এসে তা বহুগুণে বেড়ে গেছে। কিন্তু করোনাকালীন ঘরবন্দী দশা থেকে মুক্তির পথ হিসাবে পত্রিকায় লেখালেখির প্রবল ইচ্ছা শক্তি মনের আয়নায় দোল খাচ্ছিলো। হঠাৎ মনে আশার সঞ্চার ঘটলো যে, প্রিয় আজাদী বস্তুনিষ্ঠ লেখা ছাপাতে কার্পণ্য করবে না। তাই তিনটি লেখা পাঠিয়ে দিলাম। আর একটি লেখা সম্পাদকীয় কলামে প্রকাশ করে প্রিয় আজাদী আমার মনের দুয়ার খুলে দিয়েছে। তাই স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তরের মণিকোঠা থেকে প্রিয় আজাদী কে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। সত্যের সন্ধানে নির্ভীক থেকে প্রিয় আজাদী পাঠক হৃদয়ে চির ভাস্কর হয়ে থাকবে এই কামনা করছি। পরিশেষে আমার মনের দুয়ার খুলে দেয়ায় প্রিয় আজাদীর প্রতি চির ঋণী চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।