আজাদী শুধু একটি পত্রিকা নয় পথ প্রদর্শকও

মাহবুবুর রশিদ | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

ইতিহাস একদিনে স্বর্ণাক্ষরে রচিত হয় না সময়ের পরিক্রমায় কালের আবর্তে কাজের মাধ্যমে ইতিহাসের পাতায় লিখাতে হয় নিজের নাম ও খ্যাতি। মরহুম আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক সেই অসাধারণ ইতিহাসের বটবৃক্ষের বীজ লাগিয়েছিলেন আজ থেকে ৬১ বছর আগে। আর সেই বটবৃক্ষ আজ মহীরূহ এ পরিণত হয়ে ছড়িয়ে পড়েছে বাঙালির অন্তরের গহীন হতে গহীনে। বলছি ‘দৈনিক আজাদী’ পত্রিকার কথা, যা কেবল একটি কাগজে ছাপা পত্রিকা নয় এদেশের আমজনতার জন্য পথ প্রদর্শকও বটে। ৭১ এ বাঙালির মুক্তির বার্তা হতে শুরু করে আজকের ডিজিটাল যুগে উত্তরণের প্রতিটি সংবাদ নির্ভীক, সততা, পক্ষপাতহীনভাবে তুলে ধরেছে সাধারণ মানুষের কাছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস প্রিন্টিং মিডিয়ায় আজাদী পত্রিকার মধ্যে যতোটা দেখা যায় তা অন্য পত্রিকায় বেশ অনুপস্থিত। আর তাই বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে আজাদী পরিবার তাদের সুনাম ধরে রেখেছে আজ ৬১ বছর ধরে। প্রত্যাশা করি তাদের এই ঐকান্তিক প্রয়াস আগামী দিনগুলোতে ও একইভাবে অব্যহত থাকবে। এছাড়া দেশ ও দশের মঙ্গলে আজাদী পরিবার কর্তৃক পরিচালিত মানবিক কাজগুলো নিয়মিত পরিচালিত হবে এ প্রত্যাশায় ‘দৈনিক আজাদী’র’ প্রতি অবিরাম ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধচির ঋণী চির কৃতজ্ঞ প্রিয় আজাদী
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদীর প্রতি ভালবাসা