নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে মো. সালাউদ্দিন (৪২) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. সালাউদ্দিন নূরনগর ইউনিট জামায়াতের সভাপতি। নূরনগর এলাকার আহসান উল্লাহর ছেলে মো. সালাউদ্দিন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক আইনের দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।