চট্টগ্রামে যে একজন মেয়র আছে সেটাই দৃশ্যমান নয়

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র দায়িত্ব গ্রহণের পর প্রথম একশ দিনে কোনো কাজেই সফল হতে পারেননি। মেয়রের ব্যর্থতার কারণে চট্টগ্রামে যে মেয়র আছে সেটাও দৃশ্যমান নয়। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ যে হারে মশার উৎপাত বেড়েছে তাতে নগরবাসী আতঙ্কিত। মশার উপদ্রবে মানুষ ঘরে টিকতে পারছে না। দিনে রাতে মশার উৎপাতে নগরবাসী এখন অস্থির। মেয়রের মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যেহেতু মেয়র জনগণের ভোটে নির্বাচিত হয়নি তাই নগরবাসীর প্রতি তার কোনো দায়বদ্ধতাও নেই। ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা আয়েশা মসজিদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির ৫ম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এরআগে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম মো. ইউসুফের কবর জেয়ারত করেন নেতৃবৃন্দ।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক ও উন্নত রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তাঁর শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। কৃষি থেকে শুরু করে রেমিটেন্সসহ অর্থনীতির চাকা সচল হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। মহান মুক্তিযুদ্ধে যেভাবে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন সেভাবে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। তাঁর ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা এমআই চৌধুরী মামুন, মো. ইদ্রিস আলী, হাশেম সওদাগর, মো. শাহজাহান, আবদুল আজিজ, ইসমাঈল বাবুল, আলী ইউসুফ, আবদুস সবুর, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল সগির, সাধারণ সম্পাদক হাজী মো. মহিউদ্দীন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড সভাপতি মো. সেকান্দর, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ওয়ার্ড বিএনপির সি. সহসভাপতি সাইফুল ইসলাম নীরব, নগর যুবদলের সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, মোস্তাকিম মাহমুদ, মো. নুর উদ্দীন, বিএনপি নেতা আবদুল মন্নান, জাহাঙ্গীর আলম, আবুল বশর, মো. আবু, নাছের সওদাগর, মুজিবুর রহমান, মো. ইউসুফ, মো. হারুন, রোশাংগীর আমিন, খোরশেদ আলম, মো. সেলিম, মো. মুসা, মো. ইউনুছ, মো. রুবেল, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গাজী শওকত, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দীন অপু, মাহবুব সিদ্দিকী, ইমরান আহমেদ বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জামায়াত নেতা গ্রেপ্তার