চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ৮০১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার রেকর্ড ৩৮ দশমিক ৫৪ শতাংশ। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম ভাইরাস শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টার সংক্রমণ হার সবচেয়ে বেশি। এর আগে একদিনের সর্বোচ্চ সংক্রমণ হার ছিল ১১ জুলাই, ৩৭ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে চারজন ও উপজেলার সাতজন। ফলে মোট মৃতের সংখ্যা এখন ৮৮৫ জন। এতে নগরীর বাসিন্দা ৫৪৩ জন ও উপজেলার ৩৪২ জন। গতকাল ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম চব্বিশ দিনে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে।
এদিকে আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৬৯ জন ও উপজেলার ৩৩২ জন। জেলায় এ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৩৬৩ জনে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৬ হাজার ৯০৯ জন ও উপজেলার ১৮ হাজার ৪৫৪ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৬৬ জন, রাউজানে ৪০ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, বোয়ালখালীতে ৩৭ জন, পটিয়ায় ৩৬ জন, আনোয়ারায় ২৮ জন, সন্দ্বীপে ২৩ জন, বাঁশখালীতে ২০ জন, সীতাকুণ্ডে ১৯ জন, মীরসরাইয়ে ১২ জন, ফটিকছড়িতে ৫ জন, লোহাগাড়া ও সাতকানিয়ায় ৩ জন করে এবং চন্দনাইশে ২ জন রয়েছেন।
এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৬৩ জন। এ নিয়ে জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫৪ হাজার ১৬১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৫৪৯ জন। ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ১৬৫ জন এবং ছাড়পত্র নেন ১৩৮ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।