চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে, নেই পর্যাপ্ত স্বাস্থ্যবিধি

নুসরাত জাহান মুক্তা | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

করোনার নতুন ধরন ওমিক্রন এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ভারতসহ আরো অনেক দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। ফলে, বিভিন্ন দেশ সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে। আমাদের দেশে গণটিকা দেওয়ার কারণে ডেল্টার বিস্তার ঠেকানো সম্ভব হলেও নতুন ধরন ওমিক্রন চিন্তার কারণ হয়ে উঠেছে। চট্টগ্রামেও ‘শঙ্কা’ বাড়িয়ে বাড়ছে করোনা। প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই।
টিকা গ্রহণের পর মাস্ক ব্যবহারে অনীহা বেড়েছে। সামাজিক অনুষ্ঠানসহ রাজনৈতিক সভা-সমাবেশ বেড়েছে। যা এখনই সীমিত করা না গেলে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়বে। গবেষণায় দেখা গেছে, টিকাপ্রাপ্তি ওমিক্রন আক্রমণের দুর্বার রূপ ভেঙ্গে দেয়, রোগের মাত্রা মৃদু প্রকৃতির করে, হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি হ্রাস করে। মাস্কের সঠিক ব্যবহার ও টিকা গ্রহণ বাধ্যতামূলক করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা আগাম নিশ্চিত করতে হবে। সর্বোপরি গণসচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলেই করোনার এই সংক্রমণ অনেকাংশে কমানো সম্ভব হবে। লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধজীবনে বন্ধু থাকুক; থাকুক, বন্ধুত্বের বন্ধন
পরবর্তী নিবন্ধস্মার্টফোন নয় বই হয়ে ওঠুক নিত্যসঙ্গী