ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত ২ নভেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে আব্দুল কালাম নামে ওই রোগী মারা যায়। ৫০ বছর বয়সী ওই রোগী সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা ছিলেন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওই রোগী ১ নভেম্বর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ২ নভেম্বর তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু হল চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৫ জনে।