গণতন্ত্র-মানবাধিকার বিতর্কের অবসান জরুরি

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের চলমান অদম্য অগ্রযাত্রায় বিশ্বস্বীকৃতআকাশচুম্বী উন্নয়ন মাইলফলক স্থাপনে দেশজনগণ বিশ্বপরিমন্ডলে উঁচুমাত্রিকতায় সমাসীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

 

 

বাংলাদেশের জনগণই মুক্তি এবং স্বাধীনতার আসল অর্থ জানে। কারণ তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে। গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে।

 

যেমনঅর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার করা, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অংশীদার হওয়া। যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। উদযাপনের এই দিনে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার এই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। জয় বাংলা!’

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘বাংলাদেশের গর্ব করার মতো অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং অগ্রসরমান তরুণ জনসংখ্যা নিয়ে দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে দেশটি। যুক্তরাষ্ট্র অবাধ ও

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধ সমাজ গড়তে এসব গুরুত্বপূর্ণ ভিত্তি। আমার বিশ্বাস বাংলাদেশ নিজেদের বিশাল সম্ভাবনা দিয়ে এসব অর্জন করবে। আমি আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে

আগ্রহী। বাংলাদেশের সঙ্গে আংশীদারত্ব এবং গত পাঁচ দশকের আর্জনে যুক্তরাষ্ট্র গর্বিত।’ উল্লেখিত বক্তব্যসমূহে জাতীয় স্লোগান জয় বাংলা উচ্চারণে ও উন্নয়ন জয়গানে বাংলাদেশের প্রতি বিশ্বনেতাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনুপম চিত্রপট নির্মাণ করেছে। দেশবিধ্বংসী অন্ধকারের পরাজিত শত্রুদের মুখে চুনকালি পড়ার আর কিছু অবশিষ্ট আছে কিনা আমার জানা নেই।

দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসার বিপরীতে মানবাধিকার পরিস্থিতি প্ররোচিত প্রতিবেদন প্রকাশ জনগণকে কিছুটা হতাশাগ্রস্ত করেছে। কোন প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ একপেশে এই প্রতিবেদন সচেতন মহলের বোধগম্য নয়। উক্ত প্রতিবেদনে বলা

হয়েছে যে, ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এছাড়া প্রতিবেদনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুম, স্বাধীন মতপ্রকাশে বাধা, সভাসমাবেশে বলপ্রয়োগ, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানকে বাধা, মিডিয়া সেন্সরশিপসহ বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ২০২২ সালের আগস্ট মাসে

বাংলাদেশ সফরকারী জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গুম, বিচারবহির্ভূত হত্যাকান্ড, ডিজিটাল নিরাপত্তা আইন, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের মন্ত্রীদের নিকট বহুবিধ বিষয়ে ব্যাখ্য চেয়েছিলেন। ২০২১ সালেও দেশের সম্মানিত সাবেক

সেনা ও র‌্যাব প্রধানসহ কতিপয় র‌্যাব সদস্য সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের আমেরিকা ভ্রমণে কিছু অবাঞ্চিত নির্দেশনা দেওয়া হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের দায়ে উত্থাপিত কথিত অভিযোগগুলো কতটুকু প্রয়োগিক বিবেচনায় গ্রহণযোগ্য; তার বিশ্লেষণকৌতূহলী বিতর্কের অবসান আবশ্যক।

 

অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও জনমত সূত্রে প্রাপ্ত তথ্যউপাত্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পরাশক্তির অযাচিত মন্তব্যহস্তক্ষেপ দেশবাসীকে যারপরনাই মর্মাহত করছে। দীর্ঘ সময় ধরে দেশে বিরাজিত উদ্ভট রোহিঙ্গা সংকট সমাধানে ন্যূনতম অবদান না রেখে শুধুমাত্র সামান্য কিছু আর্থিক অনুদানের অজুহাতে

এটিকে প্রলম্বিত করার প্রকাশ্যে কূটকৌশল অবলম্বন এদের বর্বর মানবতাবিরোধী মনোবৃত্তির বহিঃপ্রকাশ। মুসলিম বিশ্বের সাহসী নেতা শহীদ সাদ্দাম হোসেনকর্নেল মুয়াম্মর গাদ্দাফিসহ ফিলিস্তিন এবং অন্যান্য দেশে চরম নৃশংসতার আবরণে নারীপুরুষ নির্বিশেষে শিশুকিশোরযুবকবৃদ্ধদের হত্যাগণহত্যার মাধ্যমে

আরব বিশ্বের সম্পদ লুন্ঠনে তাদের আগ্রাসী মহোৎসব প্রতিনিয়ত বিবেকবান মানুষকে হতবাক করছে। এসব সহিংসনিষ্ঠুরনির্দয় কর্মযজ্ঞের বিরুদ্ধে কোন ধরনের প্রতিবাদ প্রকাশ পেয়েছে এমন সুনির্দিষ্ট নজীর নেই বলেই প্রবল জনশ্রুতি রয়েছে। বিশ্বের কথিত শান্তিমানবতার ফেরিওয়ালারা বিশ্বের কোথায় কীভাবে শান্তিমানবতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তা জানতে জনগণের কৌতূহলও অফুরন্ত।

আমাদের সকলের জানা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক বা পরিপূর্ণ গণতন্ত্র চর্চার দেশ হিসেবে দাবি করার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গুম, খুন বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বের অন্য দেশগুলোকে নিয়মিত অহেতুকআনাকাঙ্খিত সবক দিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্যের আলোকে এটি

সুস্পষ্ট যে, যুক্তরাষ্ট্রে দিন দিন মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ পরিগ্রহ করছে। প্রতিনিয়ত বাড়ছে বন্দুক সহিংসতা, হত্যা, নিখোঁজ বা গুম ও পুলিশি নির্যাতনের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায়ই সচেতন মহলের প্রতিবাদবিক্ষোভ গণমাধ্যম সূত্রে পরিলক্ষিত হচ্ছে।

বিগত দুইতিন দশক রাসায়নিক অস্ত্র মজুদ এবং অপপ্রয়োগের আশঙ্কায় মিথ্যা অজুহাতে পুরো আরব বিশ্বকে ধ্বংসের তলানিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কতসংখ্যক নারীশিশুপুরুষ হত্যা করা হয়েছে তার পরিসংখ্যান নির্ধারণ অত্যন্ত দুরূহ বিষয়। মানবাধিকারের দোহাই দিয়ে অযাচিত হস্তক্ষেপে মার্কিন প্রশাসন

বিশ্বের উল্লেখযোগ্যসংখ্যক দেশের নির্বাচিত সরকার উৎখাতসহ কূহত্যাকাণ্ডের মাধ্যমে সামরিক জান্তাকে ক্ষমতায় আসীনে প্রত্যক্ষপরোক্ষ ভূমিকা পালনের দৃষ্টান্তও নেহায়েত কম নয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও কতিপয় ক্ষমতাধার দেশসমূহের হীন চক্রান্তষড়যন্ত্র ও সমর্থনঅস্ত্রের যোগান পাকিস্তানি হায়েনাদের বাংলাদেশে গণহত্যা পরিচালনায় কতটুকু সহায়ক ছিল ইতিহাসের কালো অধ্যায়ে তা এখনো অত্যুজ্জ্বল।

আমেরিকার জন্য তথাকথিত ভবিষ্যত হুমকির অপাংক্তেয় অজুহাতে অন্য রাষ্ট্রের স্বাধীনতাসার্বভৌমত্বের তোয়াক্কা না করে বিভিন্ন দেশের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিকের বিচারবহির্ভূত হত্যাকান্ড আন্তর্জাতিকভাবে বেশ আলোচিতসমালোচিত। ২০২১ সালের আগস্ট মাসে

আইএস জঙ্গি সদস্যের অবস্থান সন্দেহে কাবুলে ড্রোন হামলার মাধ্যমে সাত শিশুসহ ১০ জন বেসামরিক মানুষের বিচারবহির্ভূত হত্যাকারীদের বিচারের আওতায় না আনার ঘোষণায় পুরো বিশ্ব অতিশয় হতবাক হয়েছিল। দ্য গার্ডিয়ান পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের দাবি অনুসারে, যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা

রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রতি বছর গড়ে এক হাজারের অধিক মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। ‘স্ট্যাটিস্তা গবেষণা দফতর’ এর পরিসংখ্যান পর্যালোচনায় বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আমেরিকানদের প্রাণ সংহারের

সংখ্যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। উক্ত পরিসংখ্যান মতে ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮ ও ২০১৭ সালে পুলিশের গুলিতে নিহত হয়েছে যথাক্রমে ১০৫৫, ১০২০, ৯৯৯, ৯৮৩ ও ৯৮১ জন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের তথ্যানুসারে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩ বছরে যুক্তরাষ্ট্রে পুলিশ কর্তৃক বিচারবর্হিভূত

হত্যাকান্ড সংঘটিত হয় ৩ হাজার ৭৫টি। হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসসহ বিভিন্ন সংস্থামিডিয়ার তথ্য অনুযায়ী আফগানিস্তান ও ইরাক ছাড়াও ২৮টি দেশে মার্কিন সরকারের গোপন কারাগারের সন্ধান মিলেছে। স্থল কারাগার ছাড়াও অন্তত ১৭টি জাহাজকে ভাসমান কারাগার হিসেবে ব্যবহারের একাধিক রিপোর্ট রয়েছে।

২৯ মার্চ ২০২৩ গণমাধ্যমে প্রকাশিত চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের প্রতিবেদন অনুসারে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। দেশটিতে আর্থিক দুর্নীতি, বর্ণবৈষম্য, অস্ত্র এবং পুলিশি সহিংসতাসহ সম্পদ কুক্ষিগত করার ঘটনা অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে অস্ত্র রাখার নীতিতে যুক্তরাষ্ট্র চরম শৈথিল্য প্রদর্শন করেছে। এর ফলে বন্দুক সহিংসতায় হতাহতের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশটিতে বর্ণবাদ বাড়ছে এবং জাতিগত সংখ্যালঘুরা সেখানে ব্যাপকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। ২০২০ থেকে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে জাতিগত

বৈষম্যের উপর ভিত্তি করে হিংসাত্মক অপরাধ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বাফেলো সুপারমার্কেটে ১০ জন আফ্রিকানআমেরিকানের বর্ণবাদী গণহত্যা বিশ্বকে বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্রের ৮১ শতাংশ এশিয়ান আমেরিকান বলেছেন যে এশীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। শেতাঙ্গদের তুলনায় পুলিশের হাতে আফ্রিকান আমেরিকানদের নিহত হওয়ার আশঙ্কা ২ দশমিক ৭৮ গুণ বেশি।

সমুদয় বিষয়সমূহের তাৎপর্য অনুধাবনে এটুকু নির্দ্বিধায় বলা যায়; দেশের অগ্রযাত্রার মহাসড়কে নানামুখী অন্তরায়প্রতিবন্ধকতার মোড়কে গতিরোধ করার উদ্দেশ্যে এসব মিথ্যাচার দেশীয় চক্রান্তষড়যন্ত্রের অংশ বিশেষ বৈ আর কিছু নয়। বীরের জাতি হিসেবে বাঙালি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বরাবরই প্রমাণ করেছে

কোন বৈদেশিক চাপপ্রভাবে জাতিরাষ্ট্র ন্যূনতম কুণ্ঠাবোধ করে না। পবিত্র সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ সরকারের সকল পদক্ষেপ যথার্থ প্রক্রিয়ায় এগুচ্ছে বলে আপামর জনগণের বদ্ধমূল বিশ্বাস। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলের

চর্চা এখন থেকেই পরিলক্ষিত। অবৈধ উপার্জিত অর্থে বিভিন্ন আন্তর্জাতিক কদর্য লবিস্টদের দিয়ে লবিংতদবিরে জাতি কোনভাবেই শঙ্কিত নয়। ঐক্যবদ্ধ জাতি অশুভ রক্তচক্ষুকে পরিপূর্ণ উপেক্ষায় তাদের বিবেকপ্রসূত রায় প্রদান করে দেশের ধারাবাহিক উন্নয়নের পথকে অধিকতর ঋদ্ধ করবেএই বিষয়ে কোন সন্দেহ

নেই। বর্তমান সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবে; অধীর আগ্রহে জাতি সেই দিকেই তাকিয়ে আছে।

লেখক : শিক্ষাবিদ, সাবেক উপাচার্য : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধরণাঙ্গনের ফরাসী বন্ধু অ্যান ডি হেনিং