বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার সম্মেলন গতকাল শুক্রবার সকাল ১০ টায় সিপিবি জেলা অফিসে কাউন্সিল অধিবেশন এবং বিকাল ৪ টায় সিনেমা প্যালেস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি কোতোয়ালী থানার সভাপতি কমরেড প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সিপিবি কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, আরিফ বাচ্চু, প্রকাশ ঘোষ, সিতারা শামিম প্রমুখ। সম্মেলনে প্রদীপ ভট্টাচার্যকে সভাপতি, উজ্জ্বল শিকদারকে সাধারণ সম্পাদক ও জাবেদ চৌধুরীকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিক্রম করেছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জণগণ যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, দেশ আজ তার উল্টোপথ ধরে চলছে। মুক্তিযুদ্ধের চেতনা-ধারা ও রাষ্ট্রীয় চার মূলনীতি থেকে বিচ্যুত হয়ে ক্ষমতাসীন সরকার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে সাম্রাজ্যবাদী বিশ্বায়নের অধীনস্থ পুঁজিবাদের বাজারি ধারায় রাষ্ট্র পরিচালনা করছে। দেশের সামগ্রিক সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থা দিনদিন শুধু খারাপই হচ্ছে। মানুষের জীবন সংকট তীব্রতর হচ্ছে। রাষ্ট্র প্রচণ্ড নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে। তাই দেশের বিদ্যমান দুঃশাসন, লুটপাট, শোষণ- বৈষম্যে, অগণতান্ত্রিকতা ও রাজনৈতিক সংকট উত্তরণে কমিউনিস্ট পার্টি ও বামশক্তিকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আমুল পরিবর্তন করা প্রয়োজন। সিপিবি অগ্রভাগে থেকে এই সংগ্রাম এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। তাছাড়া সম্মেলনে বক্তারা সিআরবি রক্ষা, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত সমাজ গড়ার তিন দফা দাবি নিয়ে স্থানীয় গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেন। প্রেস বিজ্ঞপ্তি।