গণটিকা প্রদান কার্যক্রম চসিকের সমন্বয় সভা

| বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

চসিক এলাকায় কোভিড-১৯ গণটিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নিয়ে সমন্বয় সভা গতকাল বুধবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, ডা. বুসরা তাবাসুম, মো. আব্দুর রহিম প্রমুখ।
সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ। বক্তব্য রাখেন ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. তৌহিদুল আনোয়ার খান, ডা. ইমাম হোসেন ছোবহানী, ডা. নাদিয়া রহমান, ডা. শহীদুল আলম, ডা. হাজেরা নাজনীন, ডা. বশির আহমদ, ডা. হাবিবুর রহমান, ডা. তৃপ্তি চৌধুরী, ডা. শবনম মুস্তারী, ডা. নাজমা সুলতানা, ডা. জয়া বনিক, ডা. তানজিলা সরওয়ার, ডা. আসিফ মাহমুদ, ডা. আব্দুল মজিদ সিকদার প্রমুখ।
ডা. সেলিম আকতার চৌধুরী আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কোভিড-১৯ গণটিকা কার্যক্রমে সকলকে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা এবং সরকারি নির্দেশনাসমূহ যথাযথ বাস্তবায়ন করার আহ্বান জানান।
ক্যাম্পেইন চলাকালীন ১২ বছর ও তদুর্ধ্ব বয়স জনগোষ্ঠীকে রেজিস্ট্রেশন/পরিচয়পত্র না থাকলেও শুধুমাত্র লাইন লিস্টিং করে টিকা দেওয়া হবে। এই কর্মসূচির পাশাপাশি ২য় ডোজ ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও চলমান থাকবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ডে ৪৫০০ জন মানুষকে ৬টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। স্ব স্ব কাউন্সিলরগণের প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে। সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, হামজারবাগ, বন্দর হাসপাতাল, জিইসি কনভেনশান হল, অফিসার্স ক্লাব নেভাল এভিনিউ, এম এ আজিজ স্টেডিয়াম, আরবি কমিউনিটি সেন্টার, বহদ্দারহাট, চান্দগাঁও কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরা অদ্বৈত ধাম ও মিশনে মহোৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধগ্রিন লিফের গুণীজন সম্মাননা