ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যেগে গত ৬ মে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার অপরচুনিটিজ ইন বাংলাদেশ শীর্ষক ইন্ড্রাস্ট্রি টক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ইউএসটিসি। প্রধান বক্তা ছিলেন বিএসআরএমের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ওসমান গণি মজুমদার। উপস্থিত ছিলেন ইউএসটিসির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ইউএসটিসির বিজনেস অ্যাডমিনিসট্রেশন চেয়ারম্যান চন্দ্রা দাস, সঞ্চালক ছিলেন ড. প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বক্তারা বলেন, যুগোপযোগী, ক্যারিয়ারভিত্তিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার সুনিবিড় পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করছে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউএসটিসি। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রি টক সিরিজের উদ্যোগ গ্রহণ করে ফ্যাকাল্টি। যাতে করে শিক্ষার্থীবৃন্দ বাস্তব বিশ্বের জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করে নিজেদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।