চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোল্ড কাটার ও ধারালো টিপছোরা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতের থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি বাটতলী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান অমিত (২২), বাঁশখালী ছনুয়া ইউনিয়নের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রিয়াদ প্রকাশ রিয়াজ (৩২), হাটহাজারী এলাকার আলীপুর গ্রামের ছগির আহমদের ছেলে সম্রাট (৩৫) ও টেকনাফ থানা কালিয়াপাড়া এলাকার গুরা মিয়ার সন্তান মোঃ আমিন প্রকাশ আব্দুল আমিন (২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, গ্রেফতার আসামিরা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হলে তাদের তল্লাশি করে বোল্ড কাটার ও ধারালো টিপছোরা পাই। শহরে বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।