কক্সবাজারগামী বিশেষ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল দশটায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে চকরিয়ার ডুলাহাজারা এলাকায়। এর পর থেকে এই রুটে কার্যত রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান- ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। এটি আজ বুধবার সকাল দশটার দিকে ডুলাহাজারা স্টেশনের কাছে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বিশেষ ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুতি ঘটে।

তিনি জানান- দুর্ঘটনার পর থেকেই লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কার্যক্রম চলমান রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- কক্সবাজারগামী বিশেষ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলেই রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধগৌরবময় স্বাধীনতা উদযাপনে যুক্তরাষ্ট্রে ‘জয় বাংলা কনসার্ট’