আমি খুঁজে ফিরি
হেমন্তের দিগন্ত রেখায়,
তোমার ফেরার কোনো প্রস্তাবনা
আর কাশফুল–
সে তো এখনও দাঁড়িয়ে
জোছনায় অদ্ভুত রকম আশাবাদী,
একই ছায়ায় বসে থাকে নিঃশব্দে
যা কাশফুলের নীরবতায় ধরা পড়ে।
প্রতিটি সন্ধ্যার অপরাজিতার পাশে,
নির্জন প্রান্তরে ধূসর বিষণ্নতায় মেলায়
হৃদয়ের সংবেদনা
যেন অতীতের বিমূর্ত উপপাদ্য
কাশফুল আজ উকি দেয়–
তুমি ছিলে এক ঋতুর কবিতা।