মাঝে–মাঝে বুকের মাঝে
আমারও খুব কষ্ট হয়।
সুখের ঘুড়ি নাটাই ছিঁড়ে
নীল আকাশে হারিয়ে গেলে,
রক্তরাঙা রোদের রেখা
মেঘের মিছিল মিলিয়ে দিলে…
শূন্য চোখে তাকিয়ে থেকে
আমারও খুব কষ্ট হয়।
স্বপ্নে দেখা রূপনারায়ণ,
ছোট্ট একটা টিনের ঘর,
তিন–চারটা বাচ্চা–কাচ্চা,
ভালোবাসার অনঙ্গ বউ,
দূর–সুদূরে হারিয়ে গেলে…
আমার ও খুব কষ্ট হয়।
অল্প সুখের গল্পগুলো
মাঝপথে কেউ থামিয়ে দিলে,
সুখের সাথি দুঃখের দিনে
পাশে এসে না দাঁড়ালে,
চোখের কোণে বৃষ্টি ঝরে…
আমারও খুব কষ্ট হয়।
চেনা–জানা মুখগুলো সব
যুগের হাওয়ায় বদলে গেলে,
অবহেলায় একটি মানুষ
খুব নীরবে নষ্ট হলে,
বুকের মাঝে ডুকরে ওঠে…
আমারও খুব কষ্ট হয়।
মাঝে–মাঝে বুকের মাঝে
কেমন যেন কষ্ট হয়,
যখন স্বপ্নগুলো নষ্ট হয়।
কষ্ট হয়। বড় বেশি কষ্ট হয়