শতাব্দীর সব থেকে ভয়ংকর করোনা মহামারীতে গত দুই বছর জীবন-জীবিকার অচল অবস্থা, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, হতাশা ও আতংক স্বাভাবিক হতে না হতেই আবারো বিশ্বব্যাপী সংক্রমিত হচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ভূত নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব আবারো নড়ে চড়ে বসেছে যা আগামী দিনগুলোতে মারাত্মক হুমকি তৈরি করতে পারে। গত কিছুদিন ধরে বিশ্বের অনেক দেশে ওমিক্রন সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও ওমিক্রন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। তাই সরকার দফায় দফায় এর করণীয় নির্ধারণে বৈঠক ও বিশেষজ্ঞদের সুপারিশ নিলেও তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তবে ইতিপূর্বে সরকারের নানামুখী পদক্ষেপ করোনার সংক্রমণ ঠেকাতে সফলতার পরিচয় দিলেও মনে রাখতে হবে এটা শুধু সরকারের একার বিষয় নয়। কেননা করোনার বর্তমান সময়ে সহনীয় অবস্থা দেখে আমাদের মধ্যে অসতর্কতা, হেলাফেলা ভাব পরিহার করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে বড় ক্ষতির কারণ যেন না হয়। মনে রাখতে হবে ওমিক্রন অনেক বেশি সংক্রমণ ঘটাতে সক্ষম এবং এর তীব্রতা কম বলে আমাদের ওমিক্রন নিয়ে নির্বিকার ভাব দেখালে চলবে না। কারণ দেশজুড়ে এর বিস্তার ঘটতে থাকলে দেশে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই করোনার সব ধরণের ভ্যারিয়েন্ট সংক্রমণ শূন্যের কোঠায় না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে সকল ধরণের জনসমাগম থেকে দূরে থাকতে হবে। সকলকে বাধ্য করতে হবে কঠোর স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধানে। কেননা ওমিক্রন বিস্তারের শুরুতেই সরকারের পাশাপাশি জনগনও সতর্ক না হলে শুধু ওমিক্রন নয় করোনার সকল ধরণের ভ্যারিয়েন্ট থেকে মুক্তি পাওয়া কিংবা শূন্যের কোঠায় আনা কোন অবস্থাতেই সম্ভব নয়।
লেখক : শিশু সংগঠক