প্রবাসীদের প্রতি সদয় হোন

ফারুক হোসেন | শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

প্রবাসীরা নিজের রক্ত আর ঘাম পানি করে নীরবে নিভৃতে পরিবার পরিজন ছেড়ে সুদূর প্রবাস যাপন করেন সামান্য সচ্ছলতার জন্য। দেশের বৃহৎ অর্থনীতির চাকা সচল রাখতে তারা মাস শেষে পাঠায় মোটা অংকের রেমিটেন্স। এরাই প্রবাসে কঠোর পরিশ্রম আর একাকীত্ব জীবন যাপন করে দেশের অর্থনীতিকে করবে মজবুত। এই প্রবাসীরা দেশে থাকে না, দেশেরটা খায় না, এমনকি কোনো হানাহানি মারামারিতেও থাকে না। কিন্তু সুযোগ পেলে এক শ্রেণির লোক এইসব প্রবাসীর কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় থাকে। করোনার আপদকালনি সময়ে বিদেশ আসার জন্য টেস্ট করতে গেলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। মধ্যে প্রাচ্যের ইউএতে যাবার সময় এয়ারপোর্ট কন্ট্রাক্ট না করলে তাদের আটকে দেওয়া হয়। সম্প্রতি দেশের চট্টগ্রাম পর্যন্ত কানেকটিং ফ্লাইট বন্ধ করার কারণে তাদের ঢাকা হতে গাড়িতে যেতে হয়, এই যাবার সময় পদে পদে হয়রানীর শিকার হতে হয়। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির অনেক উম্মা প্রকাশের পর অনেক জল ঘোলা করে অবশেষে চট্টগ্রামের বসেছে পিসিআর ল্যাব। কারা এই দীর্ঘসূত্রতার জন্য দায়ী তারা বরাবরের মতো অধরাই থেকে যাবে। সবকিছু ছাড়িয়ে এখন প্রবাসীদের বড় আপদ হলো মাত্রাতিরিক্ত বিমান ভাড়া। সুযোগ সন্ধানী চক্র সিন্ডিকেট করে মধ্য প্রাচ্যের বিমানের টিকেটের দাম তিন-চারগুণ বাড়িয়ে দিয়েছেন। টিকেটের জন্য গেলে বলা হয়, সিট খালি নেই আর প্রতিনিয়ত বিমান খালি সিট নিয়ে আসছে। এইসব সিন্ডিকেটের কাছেই প্রবাসীরা বার বার হয়রানি ও অত্যাচারিত হয়ে আসছে। প্রবাসীরা কারো দয়া চান না, তাদের অধিকারটুকুই চান।
লেখক : সমাজকর্মী

পূর্ববর্তী নিবন্ধএম. এ মালেকের বক্তব্য প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধকরোনার নতুন ধরন ওমিক্রন শুরুতেই সতর্ক হোন