আজকাল বড্ড কবিতায় ডুবে আছি
ডুবে আছি গভীর জীবন বোধে।
নাওয়া খাওয়া সারা হলে
একটাই কাজ, বই নিয়ে বসা।
অ্যাপলের ট্যাবটা দারুণ সাপোর্ট দিয়ে যাচ্ছে।
বাজনার মতো কানে বাজে শিমুল মোস্তফার
দরাজ গলা
ছন্দের ক্রন্দন আর উঠানামার শব্দে
কম্পিত আমার তিন রুমের ঘর।
নির্জন কামরার মরা দেয়ালগুলো শব্দগুলোকে
ফিরিয়ে দিলে
আশ্রয়হীন শব্দেরা আমার মস্তিষ্কে ঘর খুঁজতে থাকে।
আজকাল কবিতায় বড্ড ডুবে আছি,
কোথাও কেউ নেই, কেমন করে বেঁচে আছি,
আছে কেবল একটা শূন্য আকাশ,
এক জীবন হতাশা,
কবিতায় না পাওয়ার সাথে
জীবনের আলপথে পিছলে পড়ার গল্প।
বড্ড কবিতা পড়ছি আজকাল, পড়ছি নিজেকেও,
কবিতার মতো করে আর
কবিতাকে নিজের মতো করে।