একুশ আমার প্রাণে গাঁথা বাংলা আমার ভাষা
এই ভাষাতে কথা বলি মিঠাই মনের আশা
বায়ান্নতে আমরা সবাই ভাষার জন্য লড়ি
জীবন দিয়ে রাষ্ট্রভাষার দাবি আদায় করি।
মোমিন রোডে তমুদ্দুন মজলিসে ক্ষোভের আগুন
তারই পথে হেঁটে আসে বাংলার ফাগুন,
ব্যানার হাতে আগুন বুকে ছুটে নূরুন নাহার
বঙ্গবাসী ক’জন জানে নামটি তাঁহার!
হরিখোলার মাঠে মিলে রথী মহারথী
চরণ ফেলে আজো আমরা তাঁদের পথেই হাঁটি,
আজিজুর রহমান আর আবদুল করিম নাম রেখো মনে
এম এ আজিজ ও মাহবুব উল আলম সকল আন্দোলনে।
বাবার রক্তে মায়ের ত্যাগে কেনা বর্ণমালা
আমার ধরায় মাথা উঁচু কত যে ডালপালা,
আগুন ঝরা ফাগুন দিনে এসেছিলে ধীরে
পাখিরা সব গাইল সুখে বসে আপন নীড়ে।