ওয়াসার পানি; কেমন জানি! বিজলির চমকের মত; দেখা যায় সীমিত! ওয়াসার উন্নয়নের কাজ চলছে সারা শহর; এমন সাইনবোর্ড দেখা যায় বছরের পর বছর! পুরাতন কিংবা নতুন রাস্তা; নেই যে কোন আস্থা! গর্তের খোঁড়াখুঁড়ি; অপচয়ের নেই জুড়ি! নেই কেন সমন্বয়হীনতা? আমজনতার বাকহীন ব্যথা! সমন্বিত পরিকল্পনার, করুন সংকল্প; ভালো কাজ, হউক না অল্প।