এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আগেই জানানো হয়েছিল এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবার ঘোষণা করা হলো টুর্নামেন্টের গ্রুপিং এবং সূচি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলংকা। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে আগামী ৩০ আগস্ট । বেশ কিছুদিন ধরেই আলোচনার টেবিলে ছিল এবারের এশিয়া কাপের আয়োজন। রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপ নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে শ্রীলংকার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে।

গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের গ্রুপিং এবং সূচি প্রকাশ করেছে। যেখানে নির্ধারিত হয়েছে ৫টি দলের অংশগ্রহণ। আর বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার থেকে। ‘এ’ গ্রুপে ভারত এবং পাকিস্তানের সঙ্গে তৃতীয় দলটি আসবে কোয়ালিফায়ার থেকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৭ আগস্ট শনিবার শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর রোববার।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং শারজাহতে। দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দলগুলো একে অপরের সঙ্গে খেলবে। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ থাকবে আর দ্বিতীয় পর্বেও থাকবে ছয়টি। দ্বিতীয় পর্বের নাম দেওয়া হয়েছে সুপার-৪। এই পর্বের শীর্ষ দুই দল ১১ সেপ্টেম্বর রোববার ফাইনালে মুখোমুখি হবে দুবাইতে । টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পূর্ববর্তী নিবন্ধসত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চলচ্চিত্র উৎসব
পরবর্তী নিবন্ধগ্রুপ চ্যাম্পিয়ন শোভনীয়া, লাকী স্টারের জয়