গতকাল মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি কাজি মোঃ সালাহউদ্দিনের। চতুর্থ মেয়াদের জন্য দেশের ফুটবলের সর্বোচ্চ কর্তার দায়িত্ব নেওয়া কিংবদন্তী ফুটবলার কাজি সালাহউদ্দিনকে বরণ করতে তাই প্রস্তুত ছিল চট্টগ্রাম। তাছাড়া জেলা ফুটবলের উন্নয়নের দায়িত্বও তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। তাছাড়া নতুন নির্বাচনের পর এটাই হওয়ার কথা ছিল তার প্রথম কোনো সফর। কিন্তু সেটা হলো না। অসুস্থতার কারণে গতকাল চট্টগ্রামে আসেননি কাজি সালাহউদ্দিন। ফলে তার মুখ থেকে শোনা হলো না চট্টগ্রামের ফুটবল নিয়ে তার পরিকল্পনার কথা। শোনা গেল না কোন আশাবাদের কথা। দেশের সবখানে যখন খেলাধুলা একেবারেই বন্ধ সেখানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তারও প্রশংসাবাণী শোনা গেল না বাফুফে সভাপতির মুখে।