একটু খারাপ লাগে

শিবলী ভট্টাচার্য | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বৃষ্টির দিনে আমার মন কাঁদেনা
শুধু একটু খানি আক্ষেপ জাগে,
তুমিহীন বৃষ্টিবিলাস দেখতে আমার
খুব বেশি না একটু খারাপ লাগে

বৃষ্টির শব্দ শুনতে যখন কান পাতি
তখন হৃদয় কান্নার আওয়াজ পাই,
মন যখন গুঙিয়ে, চোখ ছলছল, তখন
খুব বেশি না একটু খারাপ লাগে

এলোমেলো চুলকে সামলাতে গিয়ে
খুব সাবধানে চুল গুছিয়ে খোপা করি,
আর যখন বেলীফুল চোখে পড়ে, তখন
খুব বেশি না একটু খারাপ লাগে

গোলাপের পাপড়ি ছিঁড়ে জলে ভাসায়
কি সুন্দর নাচতে নাচতে ভেসে যায়,
কিন্তু চোখ বুঝতেই অজানা শূন্যতা, তখন
খুব বেশি না একটু খারাপ লাগে

কাগজের নৌকোও ভিজে একসময় গন্তব্যে পৌঁছে
কিন্তু তখন তার অস্তিত্ব বিলীন হয়ে যায়,
আমিও কি বিলীন হয়ে যাবো ভেবে
খুব বেশি না একটু খারাপ লাগে

বৃষ্টির চোখে চোখ রাখতেই মেঘের ডাক
এ বুঝি মেঘের বুকফাটা আর্তনাদ,
হকচকিয়ে উঠি আর কত নীরব কান্না, তখন
খুব বেশি না একটু খারাপ লাগে

বৃষ্টিতে ভিজে গাছপালার একি বেহাল দশা!
পাখিরাও উড়ে ভীড় জমাচ্ছে গাছগুলোতে,
আমিও যখন ভরসা খুঁজি আনমনে প্রতিক্ষণে তখন
খুব বেশি না একটু খারাপ লাগে

পূর্ববর্তী নিবন্ধপড়ন্ত এক বিকেল বেলায়
পরবর্তী নিবন্ধকরোনায় রক্ষা পেতে