উত্তর জেলা মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের সাথে মিরসরাই উপজেলা মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা উত্তর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এম হারুন উর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন এম শফিউল আলম পরিচালনায় গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম মহিউদ্দিন রাশেদ। তিনি বলেন, বতর্মান সরকারের উন্নয়নমূলক সকল কাজ প্রচার করতে হবে। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এম আবুল হাসেম, বাবুল রায় চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, লায়ন রিমন মুহুরী, নাসির উদ্দিন আহমেদ সোহাগ, মো. মোক্তার হোসেন, আশীষ রায় চৌধুরী, স্বপন কুমার দত্ত, মো. সাহাবউদ্দিন, মো. জাফর উল্লাহ, মো. দিদারুল আলম, মো. নুরের নবী, মো. রেজাউল করিম, মো. কামরুল হোসেন, নুরুল হুদা, আমিনুল হক, রেজাউল করিম কুসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।