নৌবাহিনী স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক ও খ গ্রুপে বিভক্ত শিক্ষার্থীদের লিখিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিষ্ঠানে জমা দেয়ার পর তাদের ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম খান স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে অধ্যক্ষ ছাত্রছাত্রীদের মাঝে সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনেই সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনারা এদেশের জনসাধারণের সাথে এক হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অপ্রতিরোধ্য আক্রমণ সূচনা করেন এবং দেশকে স্বাধীন করে তোলেন। অধ্যক্ষ তার সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রছাত্রীদের রচনা লেখার গুরুত্ব ও তাদের অঙ্কিত চিত্রকর্মের প্রশংসা করেন। তিনি বলেন, এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট মোহাম্মদ ইকবাল, সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম, স্কুল ও কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা মৎস্যজীবী লীগের মতবিনিময়
পরবর্তী নিবন্ধস্কুল শিক্ষকদের সাথে মমতার মতবিনিময়