দূর আকাশে মেঘ বালিকা
অস্থির অপেক্ষাতে
মাটির সাথে চায় মিতালী
ভালোবাসার সাথে।
পাতার সাথে বলবে কথা
বলবে ফুলের সাথে
পুকুর জলে পড়বে বলে
অপেক্ষা দিনেরাতে।
গরম মাটি ডাকছে তাকে
ডাকছে নদীর জল
পাহাড়ী ঝর্ণা শুকিয়ে আছে
নেইতো কলকল।
মেঘবালিকা ব্যস্ত হলো
আষাঢ় এলো বলে
ছটফটিয়ে মেঘবালিকা
রূপ নিতে চায় জলে।
মেঘবালিকা ধূসর কালো
বেড়ায় হাওয়ায় ভেসে
সুয্যিমামার পরশ পেলেই
পালায় হেসে হেসে।