আরিয়ানকে গাঁজা দিতে চেয়েছিলেন অনন্যা!

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

মাদক মামলায় অভিযুক্ত শাহরুখ খানের পুত্র আরিয়ানে খানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তাদের কথোপকথনে উঠে এসেছে মাদক প্রসঙ্গও। এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে। যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনো মেলেনি। খবর বাংলানিউজের।
তবে অনন্যাও পাল্টা দাবি করেন, রসিকতা করতেই আরিয়ানকে ওই সব কথা বলেছিলেন তিনি। এদিবে শুক্রবার অনন্যাকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি। অনন্যা ঠিক সময়ে সেখানে হাজির হয়েছিলেন। পরে এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা প্রকাশ করে একটি ভারতীয় সংবাদমাধ্যম। জানা যায়, গাঁজার জোগান চেয়ে হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন আরিয়ান। জবাবে অনন্যা বলেন, ‘আমি ব্যবস্থা করব।’ এনসিবি-র একটি সূত্রকে উদ্ধৃত করে এই কথোপকথন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও বহু বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার। এই কথোপকথন দেখিয়ে এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেন অনন্যাকে।

পূর্ববর্তী নিবন্ধকায়েস চৌধুরীর খুঁজে নিও
পরবর্তী নিবন্ধঅভিনেতা শামীম ভিস্তি আর নেই