কায়েস চৌধুরীর খুঁজে নিও

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৪ পূর্বাহ্ণ

কায়েস চৌধুরী পেশায় ব্যাংকার হলেও মনের খোরাক মেটানোর জন্য শিল্প সংস্কৃতির নানা শাখায় বিচরণ করেন। শিল্পের নানা শাখায় তাঁর ঝোঁক ছিল ছোটবেলা থেকেই।
সমপ্রতি তার গাওয়া ১৬ টি গান, ১২ টি প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা ও কবিতা নিয়ে প্রকাশিত হলো হয়েছে ‘খুঁজে নিও’। করোনা পরিস্থিতির কারণে ইউটিউব ও ফেসবুক লাইভের মাধ্যমে এই সংকলনটি প্রকাশ করা হয়। এই সংকলনের সবকিছুই পাওয়া যাবে তার নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। শিল্পী মুর্তজা বশীর, কবির বকুল, ইবরার টিপু, আহমেদ রাজীব, রবিউল ইসলাম জীবন, রাফিউজ্জামান রাফি, রুপতনু রুপু, সাজিদ সাদাত, সুমন কল্যাণের মতো বরেণ্য ব্যক্তিবর্গ মৌলিক গানগুলোর গীতিকার ও সুরকার। একটি গানের গীতিকার শিল্পীর স্ত্রী ব্যাংকার মুনিজা বশীর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরুণ মিউজিক ডিরেক্টর মানির উদ্দীন। কায়েস চৌধুরী বর্তমানে একটি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছেন। কায়েস চৌধুরী বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম, সততা ও ওপরওয়ালার কৃপায় যে কোনো সাফল্য অর্জন করা যায়। তার মতে, সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে উপভোগ করা, কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখা। কাজের পাশাপাশি তিনি শিল্প-সংস্কৃতিতেও অবদান রাখতে চান। সুর তাঁর এতই প্রিয় যে গানেই প্রাণ খুঁজে পান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্মিত হচ্ছে সাদেক সাব্বিরের নাটক ‘ডলফিন মোড়’
পরবর্তী নিবন্ধআরিয়ানকে গাঁজা দিতে চেয়েছিলেন অনন্যা!