খাগড়াছড়িসহ পার্বত্য এলাকায় নারী ফুটবলারদের অংশগ্রহণ বাড়াতে তাদের জন্য আবাসিক ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন সাফজয়ী তিন নারী ফুটবলার মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে সংবর্ধনা শেষে এসব কথা বলেন তারা।
এ সময় তারা বলেন, আমাদেরকে দেখে মেয়েগুলো শিখবে, উঠে আসবে। মেয়েদের জন্য আবাসিক হোস্টেল করতে হবে। তারা সেখানে থেকে অনুশীলন করবে। কারণ পাহাড়ি এলাকার মেয়েরা দূর-দূরান্ত থেকে অনুশীলন করতে আসে। অনেক সময় তাদের গাড়ি ভাড়া থাকে না। আবাসিক সুবিধা পেলে নিয়মিত অনুশীলন করতে পারবে।
আনুচিং মারমা বলেন, আমার জীবনের লক্ষ্য বাইরের দেশের ক্লাবের হয়ে খেলা। আর দেশের হয়ে বিশ্বকাপে অংশ নেয়া। এই সাফ জয়ই শেষ নয়। পরবর্তীতে প্রস্তুতি নিতে হবে। আরো জয় উপহার দিতে হবে। আমাদেরকে দেখে অনেক মেয়েরা উৎসাহিত হয়েছে। ওরাও খেলতে চায়। অনেক সময় তাদের আর্থিক সমস্যা হয়। টাকার অভাবে গাড়ি ভাড়া দিতে না পারায় অনুশীলন করতে আসতে পারে না।
সংবর্ধনা অনুষ্ঠানে মনিকা চাকমা বলেন, আমরা অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি। যদি মেয়েদের জন্য নিয়মিত অনুশীলনের উদ্যোগ নেয়া হয় তাহলে আরো অনেকেই উঠে আসবে।
আনাই মগিনী বলেন, আমাদের এখানে মেয়েরা অনেক কষ্ট করে অনুশীলন করে। টাকার অভাবে অনেকে গাড়ি ভাড়া দিয়ে একদিন এলে অন্য দিন আসতে পারে না। এজন্য মেয়েদের খাওয়া ও থাকার ব্যবস্থা করতে হবে। আমাদের মতো আরো মেয়েরা উঠে আসুক এটা আমরা চাই।