শূন্য তরী ডাকছে কেন!
ঘাসের মায়ায় বাঁধছে যেন;
দুকূল ছেপে জোয়ার জলে
ভাবুক হৃদয় সুদূর পানে!
গোলপাতা আর কেওড়া বাতাস
বাড়ায় কেমন পাগলা হুতাশ!
বনদেবী আমার সখী,
বাঁধছে আমায় পরিয়ে রাখী!
নীলাশার ঐ মেঘের দেশে
অধরা প্রেম স্বপ্নে ভাসে;
চোখের মায়ায় কাজল নদী
প্রেমের জোয়ার নিরবধি!
কচুরিপানা ইচ্ছেগুলো
আগুনমুখো ভাসিয়ে নিলো;
অদম্য এক স্রোতের তালে
বাউলিয়ানায় হিয়া দোলে!