চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩১ জনকে বহিষ্কারের পাশাপাশি আরও তিনজনের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ মিলেছে। অবশ্য অভিযুক্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও সঙ্গত কারণে মাহাদি আকিব, উৎস দে রক্তিম ও এনামুল হাসান সীমান্ত নামে তিন শিক্ষার্থীর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে।
এই তিনজনের মাঝে মাহাদি আকিব ৩০ অক্টোবর নাছির অনুসারীদের হাতে হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত মাহাদির মাথায় অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান এমবিবিএস ২য় বর্ষের এই শিক্ষার্থী। তবে তার বিরুদ্ধে এখনই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।