আইইবি চট্টগ্রাম কেন্দ্রে এএমআইই কোর্সের উদ্বোধন

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র পরিচালিত বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমানের এসোসিয়েট মেম্বার অব ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স (এএমআইই) কোর্সের ৮০, ৮১ ও ৮২তম ব্যাচের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে প্রকৌশলী তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রধান অতিথি এবং কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, বর্তমান ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং প্রকৌশলী এস. এম. শহিদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, একাগ্রতা ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে সবচেয়ে কম খরচ ও অল্প পরিশ্রম করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমানের এই ডিগ্রী অর্জন করা যায়। এই ডিগ্রী অর্জনের জন্য পড়াশুনা ও জ্ঞান আহরণে প্রবল আগ্রহ থাকতে হবে এবং সময়ের মূল্য দিয়ে এই সুযোগকে কাজে লাগাতে হবে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হলে সম্ভব সব কিছু অর্জন করা যায়। চট্টগ্রামের স্যুয়ারেজ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী চট্টগ্রাম ওয়াসাকে তিন হাজার আটশো আট কোটি টাকা অনুদান প্রদান করেছেন, যা চট্টগ্রামের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ।
প্রধান বক্তা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে রিসোর্স পার্সনদের মাধ্যমে পাঠদান ও অন্যান্য সহায়ক সুবিধা প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কেন্দ্রে একটি উন্নতমানের লাইব্রেরী রয়েছে। এতে প্রায় আড়াই হাজার রেফারেন্স বই রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনে আরো বই ক্রয় করা হবে। এএমআইই পাঠক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য-সচিব প্রকৌশলী রিটন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী এম. এ. রশীদ, প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, প্রকৌশলী এস এম শামসুদ্দিন খালেদ, প্রকৌশলী মোসাম্মৎ কামরুন্নেসা চৌধুরী, প্রকৌশলী কৃষ্ণধন বিশ্বাস, প্রকৌশলী পঙ্কজ দাশ, প্রকৌশলী সাইফুল কবির চৌধুরী ও প্রকৌশলী সুব্রত দাশ, মো. রবিউল হাসান, আনিকা চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য অত্যন্ত স্বল্প খরচে ডিপ্লোমা প্রকৌশলী এবং এইচ এস সি (বিজ্ঞান) পাশ ও প্রকৌশলী সংস্থায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্নকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিচালিত পরীক্ষার মাধ্যমে এএমআইই ডিগ্রী অর্জনের সুযোগ পায়। চুয়েট ও পলিটেকনিক ইনস্টিটিউটের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ রিসোর্স পার্সনদের দ্বারা পাঠদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধবরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন