অশুভ সংকেত

বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

কী করছি আর কী করি

আজ মরি না কাল মরি

খারাপ কাজ ভুরি ভুরি

সুযোগ পেলে তাই চুরি!

 

যে করবে অপরাধ

তার বের হবেই অপবাদ

না মানলে দেশের আইন

থাকবে বাঁধা বুকে মাইন।

 

কাটে না তার শুভরাত

মৃত্যু হবে অপঘাত।

পূর্ববর্তী নিবন্ধনীরবতার বঙ্গানুবাদ
পরবর্তী নিবন্ধনিক্তি মাপা সুখ