অপেক্ষা

ফারজানা আজিম | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কন্যা-জায়া-জননী-তিনটি শব্দ মিলে দাঁড়ায় একটি পবিত্র সত্তার নাম যাকে আমরা কখনো মেয়ে কখনো স্ত্রী বা মা বলে সম্বোধন করি এরা সবাই নারী। পবিত্র কোরআনে যার স্থান মানবকূলের মধ্যে সবার উপরে। কিন্তু বাস্তবে আমরা কি তা দেখতে পাই? ঠিক কী অবস্থায় আছে আজ আমাদের নারী সমাজ? সম্ভবত আমরা আবার ফিরে গেছি সেই জাহেলিয়া যুগে যখন জীবন্ত কবর দেওয়া হত নারীদের অর্থাৎ শিশু নারীদের, যারা পৃথিবীর আলো দেখতে না দেখতেই হারিয়ে যেত অন্ধকার কবরে। শুনেছি পৃথিবীতে কিছু হারায় না ভালো বা মন্দ, হয়তো তাই আমরা আবার ফিরে এসেছি সেই জাহেলিয়া যুগে, অন্যরূপে অন্যভাবে। কী লজ্জা! আজ আমরা এত সভ্যতা অর্জন করেও ঠিক সেই জায়গাতে রয়ে গেছি ঠিক সেই অসভ্য। মূল্যবোধের চরম অবক্ষয় আজ আমাদের সমাজে। মূল্যবোধ বলতে আমরা ঠিক তিন রকমের মূল্যবোধকে বুঝি প্রথমত সামাজিক দ্বিতীয়ত পারিবারিক এবং তৃতীয়ত ধর্মীয় মূল্যবোধ। এই তিন মূল্যবোধের অভাব আজ আমাদের সমাজে। আকাশ সংস্কৃতি আমাদের যেমন দিয়েছে অনেক ঠিক তেমনি কেড়ে নিয়েছে বহু কিছু। সর্বপ্রথম যে জিনিসটা কেড়ে নিয়েছে তা হলো আমাদের মুল্যবোধ। কোন সমাজ থেকে যখন মূল্যবোধ হারিয়ে যায় আর ঠিক তখনই শুরু হয় নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য ঘটনা। আমি মনে করি কোন মানুষ জন্ম থেকে অপরাধী হয় না বা সে অপরাধী হয়ে জন্মায় না আমরাই তাদের অপরাধী তৈরি করি সামাজিক পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে রেখে। আমরা ভুলে গেলে চলবে না আমাদের জীবনে নারীর অবদানের কথা। তাদের অসম্মান করে আজ সমস্ত বিশ্ব অসম্মানিত হচ্ছে। আসুন সব ভুলে নতুন পৃথিবী গড়তে নারীকে সম্মান করতে শপথ নিই। আমরা বড়ই অকৃতজ্ঞ। আমরা মনে রাখি সেই সব নরদের যারা বীর ভেসে এসেছে কিন্ত মনে রাখি না সেইসব বীরঙ্গনাদের যারা বীর হতে প্রেরণা যুগিয়েছে নরদের। স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী আজ আর বন্দি নয়, সে আজ আর আড়ালে নয়, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, শিখেছে প্রতিবাদ ও প্রতিরোধ। তাই ধৈর্য ধরো হে নারী, কারণ সেদিন আর বেশ দূর নয় যেদিন পুরুষের সাথে তোমারও হবে জয়।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুর ১ নং রেল গেইটের পূর্ব দিকের সড়কটির মেরামত চাই
পরবর্তী নিবন্ধশরতের মহিমা