মুরাদপুর ১ নং রেল গেইটের পূর্ব দিকের সড়কটির মেরামত চাই

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

মুরাদপুর ১ নং রেল গেইটের পূর্ব দিকের মোহাম্মদপুর আবাসিক এলাকার সড়কটির বেহাল অবস্থা। বর্তমানে এই সড়কটি পথচারী ও যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। নালাগুলো ময়লা আবর্জনায় ভর্তি, পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। ফলে সবসময় জলাবদ্ধতা থাকে। সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। পুরা রাস্তাটি ভাঙ্গা- চোরা, প্যাক- কাদায় যেন সয়লাব। এই জনপদের অধিবাসিদের যাতায়তের অনেক কষ্ট হচ্ছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এমন একটি ব্যস্ততমসড়ক হবার পরও মেরামত করার কোন কার্যকরি উদ্যোগ অদ্যবদি নেয়া হয়নি। সিটি করপোরেশন ভাঙ্গা-চোরা রাস্তা প্যাচ ওয়ার্ক এর মাধ্যমে জরুরিভাবে মেরামত করার উদ্যোগ গ্রহণ করেছেন।
এটি নি:সন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। পথচারী ও যান চলাচলের সুবিধার্থে এই সড়কটি জরুরি মেরামত করা প্রয়োজন বলে মনে করছি। এলাকাবাসী জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চায়। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও কার্যকরী পদক্ষেপ কামনা করছি।

আশীষ পাল, ইসমাইল হাউজিং সোসাইটি,
মোহাম্মদপুর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডগার অ্যালান পো: বিশ্বসাহিত্যে স্মরণীয় নাম
পরবর্তী নিবন্ধঅপেক্ষা