এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূরের নামে একটি ফেসবুক পেইজ থেকে ‘অপরাজিতা’ নামে নতুন এক চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হয়েছে। শাবনূরের বোন ঝুমুর বলছেন, ফেসবুক পেইজটি ভুয়া। এই নামে শাবনূর কোনো চলচ্চিত্রও করছেন না। খবর বিডিনিউজের।
মঙ্গলবার সকালে সেই ভুয়া পেইজ থেকে এসিডে ঝলসানো শাবনূরের মুখের একটি ছবি পোস্ট করে বলা হয়, দীর্ঘ বিরতির অবসান। পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসব আপনাদের মাঝে। সবার দোয়া প্রার্থী।
বিষয়টি নিয়ে ফেইসবুক আলোচনা চলছে। সেই ভুয়া পোস্টের সূত্র ধরে বেশ কয়েকটি গণমাধ্যমে খবরও এসেছে। বিষয়টি নিয়ে শাবনূরের কোনো বক্তব্য না পাওয়া গেলে তার ছোট বোন কাজী জেসিকা জেরিন ঝুমুর অস্ট্রেলিয়া থেকে জানান, ‘অপরাজিতা’ নামে কোনো ছবির বিষয়ে শাবনূরের সঙ্গে কারো কোনো কথাই হয়নি। ফলে সেটি করার প্রশ্নও আসে না। আপাতত কোনো ছবি করার কোনো পরিকল্পনা তার (শাবনূর) নেই। অস্ট্রেলিয়ায় লকডাউন চলছে, সবকিছু বন্ধ হয়ে আছে। তবে আগামীতে অবশ্যই তিনি ছবি করবেন। সেই ফেসবুক পোস্টটি হোয়াটঅ্যাপে পাঠানো হলে ঝুমুর জানান, পেইজটি ভুয়া। ফেসবুকে শাবনূরের কোনো পেইজ নেই; তার ব্যক্তিগত একটি অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামে সক্রিয় আছেন তিনি।
কয়েক বছর ধরে শাবনূরের নামে বেশ কয়েকটি পেইজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান তার ছোট বোন। বিষয়টি নিয়ে শাবনূর ভক্তদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঝুমুর।
কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি। তার সঙ্গে ছোট বোন কাজী জেসিকা জেরিন ঝুমুর রয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরো পরিবারের সঙ্গে শাবনূরের ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি।