চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনুর্ধ্ব–১৫ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল। বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ২ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে চিটাগাং ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে জিয়াউল সর্বোচ্চ ২৬ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপেক্স (সবুজ) দলের পক্ষে ১১ রানের বিনিময়ে মামদুত হোসাইন জুনায়েদ ২ টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৮ উইকেট হারিয়ে ৯৪ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মামদুত হোসাইন ২১ বল খেলে ১৯ রান সংগ্রহ করে। চিটাগাং ক্রিকেট একাডেমির আসিফ ১৪ রান খরচায় ৩টি উইকেট লাভ করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলের মামদুত হোসাইন জোনায়েদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শফিকুর রহমান।