অদম্য প্রণয়গুলো অনাদরে কাঁদে ইচ্ছের উঠোনে

ইসরাত জাহান ডেইজী | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

তুমি ছাড়া আজ আমি একা

ভীষণ ভয়ার্তভাবে!

অচেনা এদেশ! বড় বিরূপ শহর!

কেউ রাখে না আমার খবর!

বিষাদে ডুবে ডুবে খুঁজে ফিরি,

ফেরারী সুখ আমার!

তুমিতো এসেছিলে হৃদয়গভীরে,

জ্বলন্ত প্রদীপ হয়ে!

সে আলোয় আমাকে জ্বালাবে বলে!

আজ কেন তবে আমার আকাশ

ঢাকা পড়ে গেল মেঘে!

বন্ধপ্রায় রূহু আমার বিরহ নিঃশ্বাসে।

অদম্য প্রণয়গুলো অনাদরে কাঁদে ইচ্ছের উঠোনে।

কোথাও কেউ নেই আদুরে ইচ্ছেতে মনের শহরে।

আজো এপ্রাণে তুমিই বাজাও বাঁশি!

ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকফোঁকরে

এঁকে চলি তোমারই প্রতিচ্ছবি!

আজো তোমাকে ফেরাতে চাই আপ্রাণ এ প্রাণে!

পূর্ববর্তী নিবন্ধক্ষতি
পরবর্তী নিবন্ধস্মরণ: ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)