রাউজানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক নারী স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। গত শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারী রাউজান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারের একটি শপিং কমপ্লেঙের সামনে থেকে বাবার বাড়ি কদলপুর ইউনিয়নে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী যাত্রীবাহী একটি অটো রিকশায় উঠেন। পথিমধ্যে কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী এলাকায় অটোরিকশাটি পৌঁছালে যাত্রী বেশী ছিনতাইকারীরা তাঁকে কৌশলে অজ্ঞান করে তাঁর গলার ১ ভরির বেশি ওজনের স্বর্ণের চেইন, মুঠোফোন, কানের দুল, ব্যাগে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে জ্ঞান ফিরলে বাড়িতে পাঠায়। ওই নারী বোয়ালখালী উপজেলার খরন্দ্বীপ গ্রামের ফজল করিমের স্ত্রী রওশন আকতার। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হারুন বলেন, ওই নারীর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।