২ জেএসএস কমান্ডারের বিরুদ্ধে মামলা

নাইক্ষ্যংছড়িতে গোলাগুলি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ২ জেএসএস কমান্ডারের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সরকারি কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগে গতকাল শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির পক্ষ থেকে থানায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলো লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মংদো মামার ছেলে উথোয়াই হ্লা মার্মা (২৪) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের স্লোংপাড়া এলাকার মৃত ধুই থং মুরুংয়ের ছেলে ম্যানরুম মুরুং (৬০)। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত বৃহস্পতিবার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-দোছড়ি সীমান্তের কামিরছড়া চাকপাড়া এলাকায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ জেএসএসের সাথে সেনাবাহিনী-বিজিবি যৌথ বাহিনীর সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিজিবিসহ সন্ত্রাসীদের কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ২ জন জেএসএস কর্মীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বিজিবির হাবিলদার মো. তাজিম উদ্দিন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে লালখান বাজারে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধঅজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার খোয়ালেন নারী