উখিয়ায় ক্যাম্পে ফের রোহিঙ্গা খুন

মাঝি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

উখিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ১:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুনের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাতে কুতুপালং ৪নং ক্যাম্পে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে মো. সমিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে।

এদিকে, বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের ব্লক হেড মাঝি মো. আজিমুল্লাহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৮।

উখিয়া থানার ওসি মো. আলী বলেন, শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং ৪নং ক্যাম্পে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে মো. সমিন নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা উক্ত ক্যাম্পের সি/২৮ ব্লকের মো. সুফিয়ানের ছেলে।

মৃতদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এদিকে, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হাতে নিহত ব্লক মাঝি আজিমুল্লাহ হত্যার ঘটনায় এপিবিএন পুলিশ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন ক্যাম্প-১৯ এর ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত-মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ক্যাম্প-১৬ এর ব্লক-ডি/৬ এর বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মো. জাবের (৩২) ও একই ক্যাম্পের ব্লক-সি/৬ এর বাসিন্দা মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত অনান্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আজিম উদ্দিন নিহতের ঘটনায় স্ত্রী সমসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে ১৫ জনকে এজাহারনামীয় আসামি এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স এবং ওপিএ
পরবর্তী নিবন্ধহার্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে খালেদা