রোহিঙ্গা ক্যাম্পে আরেক খুন

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ১০:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) ১৯নং ক্যাম্পের ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।
আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ক্যাম্প,-১২ জি/৭ সংলগ্ন ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ৫, ৬ জন সন্ত্রাসী ১২নং ক্যাম্পের জি/৭ সংলগ্ন ব্লকে হাফেজ মাহবুব নামের ওই রোহিঙ্গাকে ২ রাউন্ড বুকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ১২নং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উক্ত রোহিঙ্গা ক্যাম্পে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করতেন এবং প্রশাসনকে সহায়তা করতেন মাহবুব। এ কারণে
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়
পরবর্তী নিবন্ধচবির প্রাক্তন শিক্ষার্থীরা সদস্য হতে পারবেন অনলাইনে