কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প হতে হাত-মুখ বাঁধা অবস্থায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মাহবুবুর রহমান (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট ক্যাম্পের আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুরবাড়ি। আর মরদেহ মিলেছে ক্যাম্প ৯ এলাকায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান গিয়ে হাত-মুখ বাঁধা গলাকাটা মরদেহ পাওয়া যায়।”
এর আগে গতকাল বুধবার ভোরেও দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন।
গত কয়েক মাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা।
এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার ঘরবাড়ি পুড়ে যায়। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছে।