শিবিরের বাইরে ঘোরাঘুরির সময় উখিয়ায় ৬৩ রোহিঙ্গা আটক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ১:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অনুমতি ছাড়া আশ্রয় শিবিরের বাইরে ঘোরাঘুরি করার সময় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ৬৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উখিয়া উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৪৫ জনকে পুলিশ এবং ১৮ জনকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে তাদের নিজ নিজ শিবিরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ওসি বলেন, “উখিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের বাইরে অবৈধ যাতায়াত বন্ধে বিকালে পুলিশ এবং উপজেলা প্রশাসন আলাদাভাবে বিশেষ অভিযান চালায়। এর মধ্যে উপজেলা প্রশাসন রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন কুতুপালং বাজারে এবং পুলিশ উখিয়া ডিগ্রি কলেজ গেইট ও কুতুপালং কলদাতলী এলাকায় অভিযান চালায়।”

এসময় সড়কে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করার সময় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

একই সময়ে কুতুপালং বাজার এলাকা থেকে ১৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

ওসি বলেন, “আটক এসব রোহিঙ্গাদের মধ্যে কেউ গাড়িচালক, কেউ নানা প্রয়োজনে আশ্রয় শিবিরের বাইরে বের হয়েছিল যদিও তাদের আশ্রয় শিবিরের বাইরে যাতায়াতের বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অনুমতি নেই।”

সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের নিজ নিজ আশ্রয় শিবির প্রশাসনের কাছে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যাদুর্গতদের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করলেন এম এ মোতালেব সিআইপি
পরবর্তী নিবন্ধমাইক্রোর গ্যাস সিলিন্ডারে আড়াই কোটি টাকার ইয়াবা