উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই রোহিঙ্গা নিহত

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:১১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন।

আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার থাইংখালী ক্যাম্প ১৩তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।

নিহত দু’জন হলো মৃত বাঁচা মিয়ার ছেলে রফিক উদ্দিন (৩০) ও মো. হোসেনের ছেলে মো. রফিক (৩৪)।

গুলিতে গুরুতর আহত অবস্থায় মো. ইয়াসিন (২৮) নামের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত ও আহত রোহিঙ্গারা ক্যাম্প ১৩-এর জি/৪ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, “ক্যাম্প ১৩তে একদল দুষ্কৃতিকারী দুপুর ১টার দিকে এসে রফিকের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অপর রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধনৌকার ফরম নিলেন ১৩ প্রার্থী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগু‌নে ৩০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি