কক্সবাজারের টেকনাফে বন্দুকসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন সদস্যরা। তারা হলো টেকনাফ শালবাগান ২৬নং ক্যাম্পের ব্লক-এ/৩ এর নুর মোহাম্মদের ছেলে জোবাইর(২৫) ও ব্লক-সি/৬ এর খলিল আহমদের ছেলে সৈয়দ নুর ওরফে ডাকাত বড় সৈয়দ নুর(৩০)।
আজ শুক্রবার(২৪ জুন) ভোররাত দেড়টার সময় টেকনাফ শালবাগান ২৬নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, টেকনাফ ১৬ এপিবিএন ৭টি রোহিঙ্গা ক্যাম্পে দিবা-রাত্রি বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এমন এক অভিযান চলাকালে আজ শুক্রবার ভোররাত দেড়টার সময় গোপন সংবাদ পাওয়া যায় যে ক্যাম্প-২৬ (শালবাগান) এর এ/১০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্রসহ জড়ো হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ঘটনাস্হলে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টকালে রোহিঙ্গা ডাকাত জোবাইর ও ডাকাত সৈয়দ নুর ওরফে বড় সৈয়দ নুরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ক্যাম্প এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।