টেকনাফের সেই জিসান অস্ত্র-গুলিসহ আটক

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ১২:৪৯ পূর্বাহ্ণ

অবশেষে অস্ত্রসহ ধরা পড়েছে কক্সবাজারের টেকনাফের সেই আবদুল আমিন জিসান (২৫), নাজির পাড়ার আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে যার গুলি বিঁধেছিল তারই পিতা মোহাম্মদ ইউনুসের বাম হাতে।

শনিবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৫টার সময় টেকনাফ থানা পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা হতে তাকে আটক করে। এ সময় একটি বিদেশী পিস্তল, ম‍্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও আসামীর ব‍্যবহৃত কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী আব্দুল আমিন জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে নিজ ছেলে আব্দুল আমিন জিসানের অস্ত্রের গুলিতে আহত হয়েছিলেন মোহাম্মদ ইউনুস।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আত্মসমর্পণকারাী ইয়াবা কারবারি নাজির পাড়া গ্রামের এনামুল হক প্রকাশ এনাম মেম্বার ও তার চাচাত ভাই ফরিদের ছেলে আবুল ফয়েজ প্রকাশ ফুরিংগার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। সেই ঝগড়া চলাকালে এনাম মেম্বারের ভাগিনা আবদুল আমিন জিসান এসে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। এ সময় ঝগড়া-বিবাদ থামাতে এগিয়ে আসে আবদুল আমিন জিসানের পিতা মোহাম্মদ ইউনুস। এক পর্যায়ে আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে জিসান গুলি করতে গিয়ে সেই গুলি বিঁধে তার পিতা মোহাম্মদ ইউনুসের বাম হাতে।

গত ৭ নভেম্বর সোমবার বিকাল পৌনে ৪টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আবুল ফয়েজ ফুরিংগা অবশেষে ৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে ১২ নভেম্বর শনিবার দুপুরে চট্টগ্রামে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অনাবাদি জমিতে লাল নিশানা
পরবর্তী নিবন্ধওমান প্রবাসীদের প্রতি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান