নাফ নদীতে মিয়ানমারের বিজিপির গুলিতে জেলে গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১২:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী(বিজিপি)-এর গুলিতে মোহাম্মদ কাশেম (৩৮) নামের এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নিশ্চিত করে টেকনাফ পৌরসভা ক্ষুদ্র মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম জানান, গত রবিবার (২০ নভেম্বর) মোহাম্মদ হাশেমের মালিকানাধীন ফিশিং ট্রলার নিয়ে স্থানীয় জেলে জাহেদ, আনোয়ার, রহমতউল্লাহ ও কাশেম সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে সোমবার বিকেলে ফেরত আসার সময় হঠাৎ করে বিজিপি’র একটি দল তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে দুই পায়ে গুলিবিদ্ধ হন কাশেম।

তিনি বলেন, “পরে অন্যান্য মাঝিমাল্লারা গুলিবিদ্ধ কাশেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।”

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, “একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের সাবেক এমপি বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা